নিউজ ডেস্কঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুক্রবার পা রাখলো ৪৬ বছরে। দলটির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ উখিয়া উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে র্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদীদের ’যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসাবে এই দল গঠন করেন। প্রতিষ্ঠার পর সাড়ে চার দশকের মধ্যে গত এক যুগের বেশী সময় ধরে সবচেয়ে প্রতিকুল সময় পার করছে দলটি।
শনিবার ( ২ ই সেপ্টেম্বর ) বিকালে কোটবাজার স্টেশনে উখিয়া উপজেলা হাজারো নেতা কর্মী নিয়ে
বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন।
এই সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, ও রত্নাপালং বিএনপি সভাপতি এম গফুর উদ্দিন সাধারণ সম্পাদক হাজী জানে আলম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজ উদ্দিন বাবু উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজফার সাবিত ও
ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলী হোছাইন সুমন সহ উপজেলা বিএনপির ও অংগ সংগঠনের নেতাকর্মীগণ।
বিএনপি নেতারা বলছেন, ভোটাধিকার ফিরিয়ে আনার পাশাপাশি দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তিসহ বেশ কয়েকটি চ্যালেঞ্জ নিয়েই এবার তারা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন।
এদিকে, আজ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উখিয়া উপজেলার কোটবাজার দক্ষিণ স্টেশন থেকে উত্তর স্টেশন পর্যন্ত র্যালী করে স্লোগানের মুখরিতে সকল নেতা কর্মীগণ নিয়ে সমাবেশ স্থানে যোগ দেন।
র্যালিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে ইতোমধ্যে দলের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সংসদ নির্বাচনের আগের এ প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি। বিএনপির জ্যেষ্ঠ নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে বিপুল উপস্থিতির মাধ্যমে নিজেদের সক্ষমতার পরিচয় দিতে চাইছেন।