বনবিভাগ উখিয়া রেঞ্জের উদ্যোগে অবৈধ পাহাড় কাটা ও বনাঞ্চল ধ্বংশরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ০৯ মার্চ ২৩ ) রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
উখিয়া রেঞ্জের রেঞ্জ অফিসার গাজী শফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অবৈধ পাহাড় কাটা ও বনায়ন ধ্বংশরোধে এলাকার সবাইকে সচেতন হতে হবে। সবাইকে একযোগে প্রতিবাদ করতে হবে। সরকারি সম্পদ রক্ষা করা সকলের দায়িত্ব। তাই সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আশা করি এসব অবৈধ কর্মকান্ডের অবসান ঘটবে।
এসময় উপস্থিত ছিলেন, বনবিভাগ উখিয়া রেঞ্জের সদর/ রাজাপালংয়ের বিট অফিসার সাজ্জাদ, দৌছড়ি বিট অফিসার রাকিবসহ এলাকার মান্যগণ্য সচেতন ব্যাক্তিবর্গরা।