বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ওই পারে নবী হোছন এ পারে বাবুল : নিরবে পাচার হচ্ছে মাদক,সোনা বিলুপ্তির পথে পাহাড়ি বনাঞ্চল:রক্ষার্থে নেই কোন পদক্ষেপ সীমান্ত সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে উখিয়ায় কর্মশালা হাসি মুখ ফাউন্ডেশন এর ৫ম বর্ষপূর্তি উদযাপন সম্পন্ন পালংখালীতে নিহত লুলু আল মরজানের কন্যা রাহমিনা মমতাজের সাংবাদিক সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা! উখিয়া’র পাতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাঁও খালে নিখোঁজের ৬ দিন পর যুবকের লাশ উদ্ধার। লামায় যথাযথ মর্যাদায় জন্মাষ্টমী পাল। উখিয়া’র কোটবাজারে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উখিয়ায় আদালতের আদেশ অমান্য করে ইউপি মেম্বারের নেতৃত্বে চলছে জমি দখল!

ডেস্ক রিপোর্ট, ডেইলী কক্স নিউজ। / ৩৬০ বার
আপডেট সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

ডেস্ক রিপোর্ট ::

আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক দোকানপাট ও জায়গা জমি দখল করতে একটি শক্তিশালী ভূমিদস্যু চক্র উখিয়া উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে তৎপর হয়ে উঠেছে।

ওই ভূমিদস্যু চক্রের কালো থাবা থেকে বাঁচার জন্য অসহায় নিরপরাধ লোকজন ন্যয় বিচার পাওয়ার আশায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়ন পরিষদ এবং প্রশাসন সহ কোর্ট আদালতের দ্বারে দ্বারে ঘুরছে।

উখিয়া সদরের শক্তিশালী ওই ইয়াবা চক্রটি ক্ষমতা ও টাকার জোরে বিভিন্ন নিরীহ মানুষের জমি জিরাত ও সহায় সম্পত্তি কেড়ে নিয়ে সর্বশান্ত করার অসংখ্য অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি উখিয়া সদরের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম সওদাগর ও মৌলভি ওমর ফারুকের সত্ত্বদখলীয় উয়ালাপালং মৌজার প্রায় ১৪ শতক জমি দখল করতে মরিয়া হয়ে উঠেছে ওই ইয়াবা সিন্ডিকেট ও ভূমিদস্যু চক্রটি।

উয়ালাপালং মৌজার আর. এস. ১৪৫১ নং খতিয়ানের চূড়ান্ত প্রচার আছে যে, খতিয়ানে রায়াতী দেবেন্দ্র কুমার তৎ রায়তী প্রাপ্ত জমিতে স্বত্বদখলে থাকা অবস্থায় মূত্য বরণ করিলে তার দু পুত্র যথাক্রমে, ললিত কান্তি বড়ুয়া ও চৈতন্য বড়ুয়া মালিক হয়। ললিত কান্তি বড়ুয়া ওয়ারিশসূত্রে পাওয়া আর. এস. ৬৬৯১ দাগের ০.১০৫০ একর জমি হতে তার প্রয়োজনে বিগত ০৯/০৫/১৯৮৫ ইং তারিখে রেজিষ্ট্রিযুক্ত ৯২৮ নং কবলামূলে ০.১০০০ একর জমি নুরুল আলম সওদাগর এবং মৌলভি ওমর ফারুককে বিক্রি করে দখলস্বত্ব বুঝিয়ে দেয়। এছাড়াও আর.এস ৬৬৭০ খতিয়ানের বি.এস ৬৫৯৩ দাগ থেকে কোন প্রকার সম্পত্তি বেচা বিক্রি না করা স্বত্বেও জোরপূর্বক আরাকান সড়কের পশ্চিম পাশে উখিয়া ফুটবল খেলার মাঠ সংলগ্ন জমিতে কথিত ইয়াবা চক্রের লাঠিয়াল বাহিনী দিয়ে রাতের অন্ধকারে দখল করার তৎপরতা চালিয়ে আসছে। শুধু তাই নয়, ওই চক্রটির বিভিন্ন নিরীহ মানুষের সহায় সম্পত্তির নামে বেনামে জাল দলিল সৃজন করে জায়গা জমি হাতিয়ে নিয়ে কোটি কোটি টাকার মালিক বনে যাচ্ছে।

এসব অবৈধ ইয়াবা চক্র কোটি কোটি টাকার মালিক হলেও তাদের আয়ের উৎসের অনুসন্ধান না করায় সরকারি প্রশাসন ও দুর্ণীতি দমন কমিশনের
প্রতি দেশের আপামর জনগণ দিন দিন আস্থা হারাচ্ছে।

স্থানীয়রা জানান, উখিয়া সদরের অঘোষিত ওই ইয়াবা ডনদের ব্যাপারে দেশের আইন প্রযোগকারী সংস্থা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতার কারণে দিন দিন চক্রটি তৎপর হয়ে উঠেছে। ওই চক্রের অপরাধের ডালপালার বিস্তৃির লাভ করলেও আইন প্রয়োগ কারী সংস্থার নজরদারির অভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশংকা দেখা দিয়েছে।

ইতিমধ্যে, জমি জিরাত দখল বেদখলের ঘটনা নিয়ে মারামারি, দাংগা- হাঙ্গামা, লুটপাট, চাঁদাবাজি, খুন-খারাবি সহ আইনশৃঙ্খলা পরিপন্থী একের পর এক বিভিন্ন ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে। এতে করে, যেকোনো মুহূর্তে উখিয়া টেকনাফে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।

এ ব্যাপারে ভুক্তভোগী নুরুল আলম সওদাগর জানান, শক্তিশালী ভূমিদস্যু চক্রের হোতা ইয়াবা ডন ইউপি সদস্য সালাহ উদ্দিন মেম্বার ও তার অপরাপর সিন্ডিকেটের সদস্যরা রাতের আধারে আমার ভোগদখলীয় ও ক্রয়কৃত সম্পত্তি কেড়ে নিতে একাধিকবার সশস্ত্র অবস্থায়
দাঙ্গা হাঙ্গামা ও মারামারিতে লিপ্ত হয়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশংকা করছেন তিনি।

সম্প্রতি, উক্ত ভোগদখলীয় জমিতে স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর আদালতে এম.আর. মামলা নং ২৮/২০২৩ ইং ফৌঃ কাঃ বিঃ অনুসারে ১৪৪ ধারা জারি হয় গত ২ জানুয়ারি ২০২৩ ইং তারিখ। আদালতের এ নির্দেশ অমান্য করে ইউপি মেম্বার সালাহ উদ্দিন গং উক্ত নালিশী জমি দখল করতে তৎপরতা চালাচ্ছে। আদালতের এ আদেশ নামা স্থানীয় সহকারী কমিশনার ভূমি ও উখিয়া অফিসার ইনচার্জ বরাবর দাখিল করা হয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি আদালতের আদেশ নামা কপিটি পেয়েছেন বলে নিশ্চিত করেন, তবে আইনশৃঙ্খলা অবনতির বিষয়টি জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর
%d bloggers like this:
%d bloggers like this: